আহমাদ রেয়া পুরদস্তান: হাত গুটিয়ে বসে থাকবে না ইরানের সেনাবাহিনী
আহমাদ রেয়া পুরদস্তান: হাত গুটিয়ে বসে থাকবে না ইরানের সেনাবাহিনী
(বামে) আহমাদ রেজা পুরদস্তান, (ডানে) ইরানি পদাতিক বাহিনীর কুচকাওয়াজ (ফাইল ফটো)
ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান বলেছেন, তার দেশের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন হলে সামরিক বাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না বরং দাঁতভাঙা জবাব দেবে।
তিনি বলেন, কেউ যদি অপরিণামদর্শী এবং অলীক কল্পনা করে কিছু করতে চায় তাহলে তাদেরকে জীবনঘাতী জবাবের মুখে পড়তে হবে।
ইরানের এ জেনারেল আরো বলেন, “আগে আমরা যে ধরনের হুমকির মুখে পড়েছি তার চেয়ে এখন ভিন্ন ধরনের হুমকি আসছে।” তিনি জানান, ইরানের গোয়েন্দারা নিজেদের সীমান্তে, মধ্যপ্রাচ্য অঞ্চলে এমনকি এ অঞ্চলের বাইরেও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্য এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে, তেহরান সবসময় বলে আসছে তার সামরিক শক্তি কোনো বিশেষ দেশ বিশেষ করে প্রতিবেশি মুসলিম দেশগুলোর জন্য কোনো হুমকি নয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন