তালেবান ঘাঁটিতে পাক সামরিক বাহিনীর হামলা
তালেবান ঘাঁটিতে পাক সামরিক বাহিনীর হামলা
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এরা সবাই সন্দেহভাজন তালেবান জঙ্গি।
হামলায় আরো ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। সামরিক বাহিনী আজ (বুধবার) সকালের হামলায় জঙ্গিবিমান, গানশিপ ও হেলিকপ্টার ব্যহার করে।
একটি সূত্র জানিয়েছে, পাক সামরিক বাহিনী মীর আলী তেহসিল এলাকার মোসাকি, জারা মেলা ও ইসোরতি গ্রামে জাঙ্গিদের আস্তানা লক্ষ্য এ হামলা চালায়। মিরানশাহ এলাকার একটি জঙ্গি ঘাঁটিতেও বিমান হামলা হয়েছে। সূত্র বরছে, পাক সামরিক বাহিনীর হামলার মুখে তালেবানদের এসব ঘাঁটি তছনছ হয়ে গেছে।
ওই সূত্র বলছে, হতাহতের যে খবর বেরিয়েছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। সূত্র জানায়- বিমান, গানশিপ ও হেলিকপ্টারের হামলার পাশাপাশি মর্টারের গোলার শব্দও শোনা গেছে।
পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃজনসংযোগ বিভাগ এ পর্যন্ত ৩২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে যার মধ্যে তালেবানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন