গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন আনন্দিবেন, নরেন্দ্র মোদীর পদত্যাগ
গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হলেন আনন্দিবেন, নরেন্দ্র মোদীর পদত্যাগ
নরেন্দ্র মোদী- আনন্দিবেন প্যাটেল
গুজরাট বিধানসভার বিশেষ অধিবেশনে বিদায়ী ভাষণ দেয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজ্যে শাসনভার তুলে দেন তারই আস্থাভাজন হিসেবে পরিচিত রাজস্বমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের হাতে।
নরেন্দ্র মোদী আজ (বুধবার) দুপুরে গুজরাটের মুখ্যমন্ত্রী পদ সরে দাঁড়ানোর পর বিকেলে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনন্দিবেন প্যাটেলের নাম ঘোষণা করে বিজেপি। এর ফলে ৭২ বছর বয়সী আনন্দিবেন প্যাটেল গুজরাটের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেলেন।
‘৯০ এর দশকে রাজ্য নেতাদের সঙ্গে বিবাদের কারণে মোদী যখন রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন সে সময় থেকেই তাকে সহযোগিতা করে আসছেন আনন্দিবেন।
গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পুরো ভারত শাসনের দায়িত্ব নিতে বুধবারই দিল্লিতে যাবেন মোদী। ২৬ মে ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
২০০১ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৩ বছর গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন নরেন্দ্র মোদী। ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় গতকাল তাকে বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। আগামী ২৬ মে তিনি দেশটির ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন