আসাদ আল মুস্তোফা: সিরিয় বিদ্রোহীদের স্বঘোষিত প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
আসাদ আল মুস্তোফা: সিরিয় বিদ্রোহীদের স্বঘোষিত প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
সিরিয় বিদ্রোহীদের স্বঘোষিত প্রতিরক্ষামন্ত্রী আসাদ আল-মুস্তাফা
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের স্বঘোষিত প্রতিরক্ষামন্ত্রী আসাদ আল-মুস্তাফা পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে তার নিয়োগের পর বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গভীর হতাশা সৃষ্টির পর তিনি পদত্যাগ করেন।
তবে, একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কথিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের নেতা আহমাদ জারবা তাকে ভাড়াটে সন্ত্রাসীদের জন্য প্রয়োজনীয় তহবিল দিতে রাজি না হওয়ায় আসাদ আল-মুস্তাফা সরে দাঁড়িয়েছেন।
অবশ্য, অন্য একটি সূত্র জানিয়েছে, আসাদ আল-মুস্তাফাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আহমাদ জারবা নিয়োগ দিতে রাজি না হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। আহমেদ তুমেহ নামে এক ব্যক্তি বর্তমানে কথিত প্রধানমন্ত্রী পদে রয়েছেন। গত নভেম্বর মাসে মুস্তাফা এসএনসি নিয়ন্ত্রিত এলাকার জন্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সরকারের অধীনে মুস্তাফা কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহীদের সহিংসতা শুরু হলে তিনি সরকার পক্ষ ছেড়ে চলে যান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন