মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী যাচ্ছে কৃষ্ণ সাগরে
মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী যাচ্ছে কৃষ্ণ সাগরে
আমেরিকা গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী আরেকটা রণতরী কৃষ্ণসাগরে পাঠাচ্ছে। ইউক্রেন নিয়ে যখন রাশিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা তুঙ্গে তখন এ যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয়া হলো।
পেন্টাগন বলেছে, ইউক্রেনে তার ভাষায় রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মিত্রদের স্বস্তি যোগানোর লক্ষ্যে ইউএসএস ভেলা গালফ নামের রণতরী কৃষ্ণ সাগরে পাঠানো হচ্ছে।
ভেলা গালফে বহুমুখী ব্যবহারের উপযোগী দু’টো হেলিকপ্টারসহ অ্যাজিস ও টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া, এতে সাবমেরিন বিধ্বংসী এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ইউক্রেন সংকটের অজুহাতে বলকান অঞ্চলে সামরিক অবস্থান জোরদার করছে আমেরিকা। পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশে এরইমধ্যে সেনা পাঠিয়েছে আমেরিকা। এ ছাড়া, এ অঞ্চলে ন্যাটো কয়েকটি সামরিক মহড়াও চালিয়েছে। গত মার্চে এ অঞ্চলে ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুনকে মোতায়েন করেছে আমেরিকা। সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে দু’দফা মোতায়েন করা হয়েছে মার্কিন ফ্রিগেট ইউএসএস টেইলরকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন