৪০০ বিলিয়ন ডলারের চীন-রাশিয়ার গ্যাস চুক্তি
৪০০ বিলিয়ন ডলারের চীন-রাশিয়ার গ্যাস চুক্তি
চীন-রাশিয়ার মধ্যে গ্যাস চুক্তি
অবশেষে গ্যাস চুক্তি সই করেছে দুই প্রতিবেশী দেশ চীন ও রাশিয়া।
চুক্তি অনুযায়ী আগামী ৩০ বছর রাশিয়া থেকে গ্যাস নিয়ে জ্বালানি চাহিদার বিরাট অংশ পূরণ করবে চীন। আর এ জন্য দেশটিকে গুণতে হবে ৪০০ বিলিয়ন ডলার। রাশিয়ার গ্যাস কোম্পানি গজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার এ কথা জানিয়েছেন। তিনি জানান, এটা হচ্ছে গজপ্রমের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।
চুক্তি অনুযায়ী, প্রতি ১,০০০ ঘন মিটার গ্যাসের দাম হবে ৩৫০ ডলার। এই হিসাবে প্রতি বছর রাশিয়া থেকে চীন ৩,৮০০ কোটি ঘন মিটার গ্যাস নেবে।
এর আগে, রুশ প্রেসিডেন্টের চীন সফর উপলক্ষে ৪৯টি চুক্তি সই হয়েছে। বহুল প্রতীক্ষিত গ্যাস চুক্তি নিয়ে কিছুটা সংশয় ছিল তবে, শেষ পর্যন্ত সমস্ত জটিলতা দূর করে বেইজিং ও মস্কোর মধ্যে এ চুক্তি হলো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন