রুহানি: সন্ত্রাসবাদ রোধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরী

রুহানি: সন্ত্রাসবাদ রোধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরী

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান,

ইরাকের বিচার বিভাগের উচ্চ পরিষদের প্রধানের নেতৃত্বে সেদেশের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল তেহরান সফরে এসেছেন। এ প্রতিনিধি দলটি ইরানের বিচার বিভাগের প্রধান, আইন ও বিচারমন্ত্রী, প্রেসিডেন্ট, সংসদ স্পিকার, নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিচার সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে মতবিনিময় করেছেন। 

ইরাকের বিচার বিভাগের উচ্চ পরিষদের প্রধান মোদ্দাহাত মাহমুদ ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি(র:) এর মাজার জিয়ারত শেষে ইরানের প্রেসিডেন্ট ও বিচারবিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে সহযোগিতা বিস্তারের বিষয়ে কথাবার্তা বলেছেন। এ সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাকের সঙ্গে ইরানের ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের কথা উল্লেখ করে বলেছেন, ইরান সব সময়ই ইরাকের সঙ্গে সহযোগিতা বিস্তারে গভীর আগ্রহী। প্রেসিডেন্ট রুহানি এ অঞ্চলে সন্ত্রাসবাদের ভয়াবহ বিস্তারের কথা উল্লেখ করে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের কারোরই উচিত হবে না এমন কোনো কাজ করা যাতে শত্রুরা তাদের অশুভ লক্ষ্য অর্জনের সুযোগ পায়। 

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাকে অনুষ্ঠিত সাম্প্রতিক সংসদ নির্বাচনের সাফল্যের প্রশংসা করে বলেছেন, এ নির্বাচন থেকে প্রমাণিত হয় ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ইরাকে অনুষ্ঠিত সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য সন্ত্রাসীদের প্রচেষ্টা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, এ নির্বাচনে অংশ নিয়ে ইরাকের জনগণ সাহসী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুদের কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে। 

ইরাকের বিচার বিভাগের উচ্চ পরিষদের প্রধানকে দেয়া সাক্ষাতে ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমেলি লারিজানি ইরানের বিচারমন্ত্রীর সাম্প্রতিক ইরাক সফর এবং দু’দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের কথা উল্লেখ করেন। এ সাক্ষাতে ইরানের বিচার বিভাগের প্রধান ইরাকে তৎপর ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠীর সদস্যদেরকে ইরানের হাতে তুলে দেয়ার আহবান জানান যাতে তাদের অপরাধী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার করা যায়। তিনি বলেন, ইরাক ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী এসব সন্ত্রাসীদেরকে ইরানের হাতে তুলে দেয়ার কথা রয়েছে যাতে তাদের হাতে ১৭ হাজার মানুষের হত্যাকাণ্ডের বিচার করা যায়। তিনি বলেন, ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠীর সদস্যরা ইরাকেও বিভিন্ন ধরণের অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত। তাই তাদের বিচার অপরিহার্য। 

এসব সাক্ষাতে ইরাকের বিচার বিভাগের উচ্চ পরিষদের প্রধানও বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে তেহরান-বাগদাদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের ওপর জোর দিয়ে বলেছেন, দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় প্রতিবেশী ইরাক ও ইরানের মধ্যে সহযোগিতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ইরান বিরোধী সন্ত্রাসী মুনাফিক গোষ্ঠীর সদস্যদেরকে তেহরানে ফিরিয়ে আনা প্রসঙ্গে এর রাজনৈতিক কিছু বিষয় জড়িত থাকার কথা উল্লেখ করে বলেছেন, ইরাক সরকার এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যাতে এর একটা সুরাহা হয়।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন