কায়রোতে গুলিতে ৩ সেনা নিহত
কায়রোতে গুলিতে ৩ সেনা নিহত
কায়রোর নিরাপত্তা চেকপয়েন্টে হামলার পর সেনা তৎপরতা
মিশরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত তিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে একটি নিরাপত্তা চেকপয়েন্টে গত মধ্যরাতে এ হামলা হয়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, দু টি গাড়িতে করে হামলাকারীরা সেনা সদস্যদের ওপর এলাপাথাড়ি গুলি চালায় এবং তিন সেনা নিহতের পাশাপাশি ১১ জন আহত হয়।
এদিকে, উত্তর সিনাই উপত্যকায় গেরিলারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে। আজ (মঙ্গলবার) সকালের দিকে এ হামলা হয়েছে তবে এতে কেউ হতাহত হয় নি।
মিশরে আগামী ২৬ ও ২৭ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে এ হামলা হলো। সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এ নির্বাচনের প্রধান প্রার্থী। নির্বাচন বর্জন করেছে মিশরের সবচেয়ে পুরনো ও বড় রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন