লেবানন ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে
লেবানন ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে
ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করতে যাচ্ছে লেবানন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিল ইসরাইলের অব্যাহত সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে তিনটি অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছেন।
জাতিসংঘে নিযুক্ত দেশটির প্রতিনিধি দল এ সংক্রান্ত অভিযোগ দায়ের করবে। লেবাননের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, জল, স্থল ও আকাশ পথে লেবাননের সীমান্ত লংঘন করে চলেছে ইসরাইল। এর মাধ্যমে তেল আবিব জাতিসংঘের ১৭০১ নম্বর ইশতেহার লংঘন করছে।
লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আদনান মানসুর এ প্রসঙ্গে বলেছেন, ইসরাইল শুধু ফিলিস্তিনেই আগ্রাসন চালাচ্ছে না বরং সিরিয়া ও লেবাননসহ গোটা আরব বিশ্বের বিরুদ্ধেই ইসরাইলি অপরাধযজ্ঞ অব্যাহত রয়েছে।
লেবাননের গণমাধ্যম জানিয়েছে, গত ১১ মে ইসরাইলি বাহিনী লেবাননের আল-লাব্বুনেহ সীমান্তে ব্লু লাইন অতিক্রম করেছে। ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭০১ নম্বর ইশতেহার অনুমোদন লাভ করে। এ ইশতেহারে লেবাননের অখন্ডতা ও স্বার্বভৌমত্ব মেনে চলতে ইসরাইলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন