চীন-মার্কিন সম্পর্ক হ্যাকিংয়ের অভিযোগে বিপদগ্রস্ত হবে
চীন-মার্কিন সম্পর্ক হ্যাকিংয়ের অভিযোগে বিপদগ্রস্ত হবে
চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কিন গ্যাং
আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চীন বলেছে, হ্যাকিংয়ের অভিযোগে দুই দেশের সম্পর্ক বিপদগ্রস্ত হবে।আমেরিকার পক্ষ থেকে চীনের পাঁচ সেনা কর্মকর্তাকে হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত করার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কিন গ্যাং বলেন, নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করার ঘোরতর সমর্থক বেইজিং। এ ছাড়া, অনলাইনে মার্কিন বাণিজ্যিক গোপন তথ্য হাতিয়ে নেয়ার সঙ্গে চীনা সরকারি ও সামরিক কর্মকর্তারা জড়িত নন বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে গ্যাং বলেন, চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন ও অবাস্তব। একই সঙ্গে তিনি পাল্টা অভিযোগ করেন, অনলাইনে তথ্য চুরির মার্কিন তৎপরতার মারাত্মক শিকার হলো চীন।
বাণিজ্যিক প্রতিযোগিতায় সুবিধা পাওয়ার জন্য মার্কিন বেসরকারি কোম্পানিগুলোর বিরুদ্ধে চীনের সামরিক কর্মকর্তারা হ্যাকিং করেছেন বলে ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। আর সে পরিপ্রেক্ষিতে এ সব কথা বললেন চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কিন গ্যাং।
মার্কিন বাণিজ্যিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হ্যাকিং চালানোর দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের ঘটনা এই প্রথম ঘটল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন