আমেরিকা: রাশিয়াকে সেনা প্রত্যাহারের প্রমাণ দেখাতে হবে
আমেরিকা: রাশিয়াকে সেনা প্রত্যাহারের প্রমাণ দেখাতে হবে
রুশ সেনাবহর (ফাইল ফটো)
আমেরিকা বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রমাণ দেখাতে হবে যে, ইউক্রেন সীমান্ত থেকে তার সেনা স্থায়ীভাবে ঘাঁটিতে ফিরে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ পর্যায়ের এক মার্কিন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেন, “আমরা এর আগেও রুশ নেতার কাছ থেকে শুনেছি সেনা যে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে কিন্তু বাস্তবে তা হয় নি।”
অজ্ঞাত ওই কর্মকর্তা বলেছেন, “আমাদের যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট প্রমাণ দেখতে চাই যে, ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।”
গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় সামরিক মহড়া বন্ধের জন্য তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য কিয়েভ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
এ সম্পর্কে মার্কিন ওই কর্মকর্তা বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া কখনই সামরিক মহড়া চালায় নি বরং তারা ভীতি সৃষ্টির জন্য সেখানে সেনা মোতায়েন করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন