মার্কিন- ইসরাইল ক্ষেপণাস্ত্র বিরোধী বিশাল মহড়া শুরু
মার্কিন- ইসরাইল ক্ষেপণাস্ত্র বিরোধী বিশাল মহড়া শুরু
আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র বিরোধী বিশাল এক সামরিক মহড়া শুরু করেছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরাইলকে প্রস্তুত করে তোলাই এ মহড়ার উদ্দেশ্য।
‘জুনিপার কোবরা’ নামের এ মহড়া পাঁচ দিন ধরে চলবে। আমেরিকার ইউরোপীয় কমান্ডের প্রায় এক হাজার সেনা এ মহড়ায় যোগ দেয়ার জন্য ইসরাইলে অবস্থান করছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।
এতে বলা হয়েছে, এ মহড়ায় ইহুদিবাদী ইসরাইলের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম', মধ্যম পাল্লার 'ডেভিড স্লিং' এবং দূরপাল্লার 'দ্যা অ্যারো'র কার্যকারিতা খতিয়ে দেখা হবে। মার্কিন অর্থনৈতিক সহায়তা নিয়ে যৌথভাবে এই তিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তেল আবিব।
ইসরাইলি দৈনিক হারেতজ জানিয়েছে, ভূমধ্যসাগরে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত দু’টি মার্কিন রণতরীও এ মহড়ায় অংশ নেবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল ইহুদিবাদী ইসরাইল সফরের এক সপ্তাহ পর এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনের সফরকালে চাক হ্যাগেল দ্বিবার্ষিক এ মহড়ার প্রস্তুতি পর্যালোচনা করেছেন। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে সহায়তা দিতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্র গর্বিত বলে ঘোষণা করেন তিনি। হ্যাগেল বলেন, ‘জুনিপার কোবরা’ হচ্ছে ইউরোপীয় কমান্ডের অধীন মার্কিন সেনাদের সবচেয়ে বড় সামরিক মহড়া।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন