কাল চীন-রাশিয়ার নৌ মহড়া উত্তেজনার মাঝেই শুরু হচ্ছে
কাল চীন-রাশিয়ার নৌ মহড়া উত্তেজনার মাঝেই শুরু হচ্ছে
চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়ার প্রস্তুতি
আঞ্চলিক নানা উত্তেজনার মাঝেই চীন ও রাশিয়া যৌথভাবে বড় ধরনের সামরিক মহড়া অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে পূর্ব চীন সাগরে এ মহড়া শুরু হবে। সমুদ্রসীমার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আরো সক্ষমতা অর্জনের জন্য এ মহড়া অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে।
এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জয়েন্ট সী-২০১৪ এবং তা চলবে এক সপ্তাহ ধরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মহড়া পরিদর্শন করবেন বলে কথা রয়েছে।
নৌ মহড়ায় অংশ নেবে দু টি সাবমেরিন এবং অন্তত ১৬টি যুদ্ধজাহাজ। এতে ছদ্মবেশি হামলা, জাহাজের নিরাপত্তা দেয়ার কৌশল এবং উদ্ধার ও অনুসন্ধান অভিযানের মতো নানা কর্মসূচি থাকছে।
আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারি সফরে চীন পৌঁছাবেন। এর আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চীন সফরের সময় তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বেশ কয়েকটি চুক্তিও সই করবেন। এর মধ্যে গ্যাস চুক্তি রয়েছে যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউরোপের সঙ্গে রাশিয়ার যখন ইউক্রেন ইস্যু এবং তেল ও গ্যাস নিয়ে মারাত্মক রকমের টানাপড়েন চলছে তখন চীনের সঙ্গে মস্কো এ চুক্তি করতে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন