ভেনিজুয়েলা জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে নালিশ করবে
ভেনিজুয়েলা জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে নালিশ করবে
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা। অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদে কারাকাস এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
গতকাল (রোববার) তিনি অভিযোগ করেন, তার সরকারের পতনের জন্য আমেরিকা নানা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছে। এছাড়া, ভেনিজুয়েলার বিরোধীদলকে আমেরিকা নানা রকম উস্কানি দিচ্ছে বলেও মাদুরো অভিযোগ করেন।
দেশের চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তিনি বিরোধীদলীয় নেতাদেরকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সহায়তা নেয়ার পরামর্শ দেন।
গত ফেব্রুয়ারি মাস থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের পক্ষে বিপক্ষে বিক্ষোভ-মিছিল হয়ে আসছে। গত ৭ এপ্রিল সরকার ও বিরোধী নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক হওয়ার পর আন্দোলনের উত্তেজনা অনেকটা কমে গেছে। তবে মার্কিন হস্তক্ষেপমূলক নানা তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্প্রতি, ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী সরকার-বিরোধী বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে অন্তত ৬০ জন বিদেশিকে আটক করেছে। এর মধ্যে আমেরিকা, স্পেন, কলম্বিয়া এবং একটি আরব দেশের নাগরিক রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন