রেড লাইন পার হতে দেব না আমেরিকাকে: ইরান
রেড লাইন পার হতে দেব না আমেরিকাকে: ইরান
ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি
আমেরিকাকে রেড লাইন পার হওয়ার অনুমতি দেয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাযায়েরি এ কথা বলেছেন। ভিয়েনায় এবারের পরমাণু আলোচনার সময় ইরানের প্রতিরক্ষা ও সামরিক খাতে আরো ছাড় দেয়ার জন্য আমেরিকা যে আব্দার জানিয়েছে তার নিন্দাও করেছেন ইরানের শীষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা।
জেনারেল জাযায়েরি বলেন, আমেরিকা যদিও জানে যে, প্রতিরক্ষা ও সামরিক বিষয়ে ইরান তাদেরকে লাল সীমা পার হতে দেবে না তারপরও তারা এ নিয়ে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে আরো কিছু ছাড় পেতে চাইছে।
তিনি বলেন, পরমাণু জ্বালানি এবং নিষেধাজ্ঞার বিষয়ে আমেরিকা একটি কৌশলগত ভুল করেছে আর তাহলো- তারা কল্পনা করছে নানা কায়দায় ইরানের আচরণে তারা পরিবর্তন আনতে পারবে।
সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার কোনো কোনো কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত চুক্তির আগে পরমাণু আলোচনার সময় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে হবে। তবে ইরান বার বার বলেছে, পরমাণু কর্মসূচির সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মিলিয়ে ফেলা যাবে না এবং তেহরান তার নিরাপত্তা কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো রকম আলোচনা করবে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন