হজরত মোহাম্মাদ (সা.) এর তিনজন প্রসিদ্ধ সাহাবীর রওযাকে ধ্বংস করা হয়
হজরত মোহাম্মাদ (সা.) এর তিনজন প্রসিদ্ধ সাহাবীর রওযাকে ধ্বংস করা হয়
উগ্রপন্থি জঙ্গি দল দায়েশ এর সদস্যরা কয়েক মাস পূর্বে রাসুল (সা.) এর তিনজন সাহাবী ওয়াইস কুরুনী, আম্মার ইয়াসীর এবং উবাই বিন কায়স নাখয়ী (রা.) এর রওজার গম্বুজকে ভেঙ্গে দেয়। কিন্তু এবার তারা উক্ত সাহাবীদের রওযাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
সাহাবী ওয়াইস কুরুনী (রা.) এর মাজারের উন্নয়নের কাজ ১৯৮৮ সালে শুরু হয় এবং ২০০৪ সালে তা সমাপ্ত হয়।
ওয়াইস কুরুনী (রা.) ছিলেন রাসুল (সা.) এবং হজরত আলী (আ.) এর সাহাবী ছিলেন। তিনি হজরত আলী (আ.) পক্ষে সিফফিনে অংশগ্রহণ করেন এবং শাহাদত বরণ করেন।
উগ্রপন্থিরা এর পূর্বে রাসুল (সা.) এর সাহাবী হজরত হুজর বিন উদায় (সা.) এর কবরকে ভেঙ্গে দেয়।
নতুন কমেন্ট যুক্ত করুন