“দায়েশ” জঙ্গি দলে যোগ দিল হল্যান্ডের একজন অন্ধ ব্যাক্তি
“দায়েশ” জঙ্গি দলে যোগ দিল হল্যান্ডের একজন অন্ধ ব্যাক্তি
ইরাক এবং শামের জঙ্গি দল “দায়েশ” তাদের দলে একজন অন্ধ ব্যাক্তির সদস্য হওয়ার কথা স্বীকার করে। উক্ত ব্যাক্তিটি দায়েশ দলের সদস্য হিসেবে সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে।
উগ্রপন্থি “দায়েশ” জঙ্গি দলটি বলে যে উক্ত অন্ধ ব্যাক্তিটি হল্যান্ড থেকে সিরিয়াতে আসে এবং অন্যান্য মুজাহিদদের ন্যায় সেও বাশার আল আসাদের সরকার পতনের কাজে নিজেকে নিয়োজিত করে।
হল্যান্ডের এই ব্যাক্তিকে “তিম উল্লাহ হল্যান্ডী” নামে উপাধি অর্জন করে। সে হচ্ছে হল্যান্ডের একজন সমৃদ্ধিশালী ব্যাক্তি এবং তার মাসিক আয় ছিল ৫ হাজার ডলার।
হল্যান্ডের অন্ধ ব্যাক্তিটি উগ্রপন্থি দল “দায়েশ” এর সদস্যদের সাথে অস্ত্রে সজ্জিত অবস্থায় নিজের ছবি উঠায়।
নতুন কমেন্ট যুক্ত করুন