শতাব্দীর ভয়াবহ বন্যা বসনিয়া ও সার্বিয়ায়: অন্তত ২০ জনের প্রাণহানি
শতাব্দীর ভয়াবহ বন্যা বসনিয়া ও সার্বিয়ায়: অন্তত ২০ জনের প্রাণহানি
বন্যা কবলিত এক নারীকে উদ্ধার করছেন ত্রাণকর্মীরা
বসনিয়া ও সার্বিয়ায় ১২০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টি এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশ দুইটির অংশবিশেষে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় এ পর্যন্ত অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে।
নদী-নালার উপচে পড়া পানিতে আশপাশের শহর ও গ্রাম তলিয়ে গেছে এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।
পানিবন্দি হাজার হাজার মানুষকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ত্রাণ তৎপরতায় সমস্যা হচ্ছে।
বন্যাকবলিত অসহায় মানুষ সরকারি সাহায্যের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের সময়মত হয়ত সহায়তা দেয়া যাবে না বলে আশংকা করা হচ্ছে।
একটি উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা স্থগিত রাখতে হয়েছে। আবহাওয়া সত্যিই মারাত্মক খারাপ এবং হেলিকপ্টার নিয়ে কাজ করা সম্ভব নয়। বন্যায় বসনিয়ার হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন