জুনে হতে পারেপরবর্তী পরমাণু আলোচনা মধ্য: ইরানি সূত্র
জুনে হতে পারেপরবর্তী পরমাণু আলোচনা মধ্য: ইরানি সূত্র
ভিয়েনা বৈঠক শেষে ইরানের কর্মকর্তারা (ফাইল ফটো)
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে পরবর্তী আলোচনা মধ্য-জুনের দিকে হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরবর্তী বৈঠকের তারিখ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত এ বৈঠক হতে পারে। তবে, এখনো তারিখ ঠিক হয়নি।
এদিকে রাশিয়ার একটি সূত্র বলেছে, ১৬ থেকে ১৯ জুন বৈঠক হবে এবং তা হবে রাজনৈতিক নীতি-নির্ধারক পর্যায়ে।
গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার চতুর্থ দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইরান বলেছে, আমেরিকার বাড়তি দাবির কারণে এবারের আলোচনা সফল হতে পারেনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন