পাক সরকার ৩৫০ কোটি রুপি সুদমুক্ত ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে
পাক সরকার ৩৫০ কোটি রুপি সুদমুক্ত ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দেশটির জনগণকে সাড়ে ৩০০ কোটি রুপি সুদমুক্ত ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ সংক্রান্ত একটি কর্মসূচি অনুমোদন করেছেন।
এ ঋণ-কর্মসূচির আওতায় পাঁচ লাখ মহিলাসহ ১০ লাখ পাকিস্তানিকে ঋণ দেয়া হবে। পাকিস্তানের দারিদ্র নির্মূল তহবিলের মাধ্যমে এ ঋণ দেয়া হবে এবং একজন আবেদনকারী সর্বোচ্চ ৫০ হাজার রুপি পর্যন্ত ঋণ-সুবিধা নিতে পারবেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তিনি মনে করেন উপযুক্ত সুযোগ, সঠিক নির্দেশনা এবং উদ্ভাবনি প্রযুক্তি ব্যবহারের পরিবেশ সৃষ্টি করা হলে পাকিস্তানি তরুণরা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
অবশ্য, বিরোধী দল- পাকিস্তান তেহরিকে ইনসাফের মুখপাত্র শিরিন মাজারি সরকারের এ সিদ্ধান্তকে ‘চমক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে পাকিস্তানে বিরাজমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব বা বিদ্যুৎ ঘাটতির মত সমস্যার সমাধান হবে না। সরকারকে চমক না দেখিয়ে পাকিস্তানের মৌলিক সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন