আমেরিকা পোলিও নির্মূল কর্মসূচিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে
আমেরিকা পোলিও নির্মূল কর্মসূচিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে
আমেরিকা চিকিৎসা ক্ষেত্রে বিরাজমান সব নীতিমালা ভঙ্গ করে টিকাদান কর্মসূচিকে নিজ স্বার্থে ব্যবহার করায় বিশ্বে পোলিও নির্মূল অভিযান মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ‘আমেরিকান কনজারভেটিভ’ নামের একটি ওয়েব সাইট এ কথা বলেছে।
এতে বলা হয়েছে, বিশ্বে এখন যে তিনটি দেশে পোলিও রোগের প্রকোপ রয়েছে সেগুলো হলো, পাকিস্তান, আফগানিস্তান এবং নাইজেরিয়া। চলতি বছর বিশ্বে ৭৯টি পোলিও রোগের প্রকোপের হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ৫৯টিই ঘটেছে পাকিস্তানে।
এখানে আরো উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত পানির নমুনা পরীক্ষা করে লাহোর এবং বন্দর নগরী করাচিতে পোলিও ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’জানিয়েছে, লাহোর ও করাচির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে সংগৃহীত পানিতে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে।
পোলিও ভাইরাস ওষুধের কার্যকারিতা ঠেকানোর ক্ষমতা অর্জন করায় বা মিউটেশন ঘটায় পাকিস্তানে হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাব এভাবে বেড়ে যায়নি; বরং পাকিস্তানের সাধারণ মানুষ টিকাদান কর্মসূচিকে আর আস্থার সঙ্গে গ্রহণ করতে পারছে না। তারা এ কর্মসূচি বর্জন করছে এবং একই সঙ্গে দেশটিতেই বাড়ছে পোলিওর প্রাদুর্ভাব।
আর এটি ঘটেছে আমেরিকার নীতি বর্জিত তৎপরতার ফলে। আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের ডিএনএ সংগ্রহের জন্য ডা. আফ্রিদির মাধ্যমে অ্যাবোটাবাদে হেপাটাইটিস বিরোধী ভুয়া টিকা কার্যক্রম চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। মার্কিন সিল টিম সিক্সয়ের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় হুমকির মুখে পড়ে সমগ্র টিকাদান কর্মসূচি। অনেক তালেবান নেতাই তাদের নিয়ন্ত্রিত এলাকায় টিকাদান কর্মসূচিকে নিষিদ্ধ ঘোষণা করেন। পাকিস্তানে টিকা দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারান অন্তত এক ডজন কর্মী ও স্বেচ্ছাসেবক।
চিকিৎসকের ছদ্মবেশে গোয়েন্দা তৎপরতা চালানো হলে তাদেরকে একটি দেশের মানুষ কখনও সহজে গ্রহণ করে না। এদিকে, গৃহযুদ্ধের অবকাশে সিরিয়ায়ও বাড়ছে পোলিওর প্রকোপ। টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত কর্মী বা স্বেচ্ছাসেবকদের অবাধে কাজ করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পক্ষে দেয়া সম্ভব হবে কি না এবার সে প্রশ্নও উঠতে শুরু করেছে। টিকাদানের নামে যে গোয়েন্দা, ঘাতক বা অস্ত্র ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠবে না সে নিশ্চয়তা দেবে কে!
পাকিস্তানে সিআইএ’র টিকাদান কর্মসূচি চালানোর মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমেরিকা। এ তৎপরতার মাধ্যমে ঐতিহাসিকভাবে নিরপেক্ষ পেশাকে কলঙ্কিত করা হয়েছে বলে অভিযোগ করেছে সায়েন্টিফিক আমেরিকা। অন্যদিকে, ডক্টরস উইদাউট ফ্রন্ট বলেছে, সিআইএ’র তৎপরতার মাধ্যমে চিকিৎসা নীতির মারাত্মক লঙ্ঘন ঘটেছে। মার্কিন এ হীন তৎপরতার মাধ্যমে বিশ্বজুড়ে জীবন রক্ষার তৎপরতা উৎসর্গিত চিকিৎসকদের জীবনকেই বিপদের মুখে ঠেলে দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন