দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করল
দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করল
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ স্বাধীনতা ঘোষণা করেছেন। রোববার অনুষ্ঠিত গণভোটে এই দুই প্রজাতন্ত্রের বেশিরভাগ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেয়ার পর এই ঘোষণা দেয়া হলো।
সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের একজন উত্তরসূরি নির্বাচনের লক্ষ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় যখন আগামী ২৫ মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন এই ঘোষণা দিলেন দুই প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ। এই দুই অঞ্চল ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে না বলেও এর আগে ঘোষণা করা হয়েছে।
রোববারের গণভোটে দোনেতস্কের ৮৯ শতাংশ এবং লুহানস্কের ৯৬ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে বলে সেখানকার নেতৃবৃন্দ ঘোষণা করেছেন। স্বঘোষিত গভর্নর ভ্যালারি বোলোতোভ লুহানস্ক নগরীতে অনুষ্ঠিত এক সমাবেশে ঘোষণা করেছেন, জনগণ স্বাধীন রাষ্ট্র লুহানস্ক প্রজাতন্ত্র গঠনের পক্ষে ভোট দিয়েছে। অবশ্য তিনি রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সরাসরি ঘোষণা দেননি। কিন্তু রুশ ফেডারেশনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন দোনেতস্কের স্বঘোষিত গভর্নর দেনিস পুশিন।
অবশ্য মার্চে যেভাবে ক্রিমিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে একইভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করার ইচ্ছা নেই বলে আভাস দিয়েছে রাশিয়া। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে চাপ দিচ্ছে মস্কো। শীতল যুদ্ধের পর পাশ্চাত্যের সঙ্গে যে সবচেয়ে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে তার রাজনৈতিক সুরাহা চায় মস্কো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন