আমেরিকা দোনেতস্ক ও লুহানস্ক গণভোটের ফলাফল মেনে নেবে না
আমেরিকা দোনেতস্ক ও লুহানস্ক গণভোটের ফলাফল মেনে নেবে না
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রে গত রোববার অনুষ্ঠিত গণভোটের ফলাফল মানবে না বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নে দাবি করেছেন, ইউক্রেনের আইনে এ জাতীয় গণভোটকে অবৈধ বলে গণ্য করা হয়েছে। এ ছাড়া, এ জাতীয় তৎপরতার মাধ্যমে বিভক্তি এবং বিশৃঙ্খলা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউজ। জে কার্নে বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে 'ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা' বিশৃঙ্খলতা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচন প্রতিহত করার যে তৎপরতা চালাচ্ছে তার প্রতি রাশিয়ার মনোভাবে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রও ইউক্রেনের 'অবৈধ' গণভোট মেনে নেয়া হবে না বলে ঘোষণা করেছেন। ইউক্রেনের আইনে এ গণভোট অবৈধ বলে উল্লেখ করেছেন এ মুখপাত্র। অবশ্য, রুশপন্থি বিক্ষোভ উস্কে দিয়ে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলে আমেরিকা যে অভিযোগ করছে তা অস্বীকার করেছে মস্কো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন