পশ্চিমবঙ্গে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, এগিয়ে; গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস

পশ্চিমবঙ্গে তৃণমূল, কেন্দ্রে বিজেপি, এগিয়ে; গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ, লেবানন, ইরান, চীন, মালয়েশিয়া, স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন
ভারতের ১৬তম লোকসভা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন মিডিয়া ও সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশিত হতে শুরু করেছে। একাধিক জরিপে দেখানো হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। অর্থাৎ বিজেপি ও তার সঙ্গে থাকা ২৫ দলের জোট একাই সরকার গড়তে পারে বলে আভাস দেয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস কয়েকটি সমীক্ষা ছাড়া ১০০ আসনের গণ্ডি পার হতে পারছে না। তবে কংগ্রেস এসব বুথফেরত সমীক্ষাকে আমল দেবে না বলে জানিয়েছে।

আজ তকের সমীক্ষা
আজ তকের সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি জোট ২৭২ থেকে ২৮৩টি আসন পাবে। কংগ্রেস জোট পাবে ১১০ থেকে ১২০ আসন।

ইন্ডিয়া টিভি-সি ভোটার
ইন্ডিয়া টিভি-সিভোটারের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট ২৮৯টি আসন পাবে। বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সেখানে কংগ্রেস জোট পাবে মাত্র ১০১টি আসন। আর আম আদমি পার্টি পাবে সাকুল্যে ৫টি আসন।

টাইমস নাউ-ওআরজি
সমীক্ষা বলছে, এবার এনডিএ ২৪৯টি, ইউপিএ ১৪৮টি এবং অন্যান্যরা ১৪৬টি আসন পেতে পারে।

এবিপি নিউজ ও নিয়েলসন
এবিপি নিউজ ও নিয়েলসনের জরিপেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতাকে নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি ও বিহারের মতো রাজ্যে বিজেপি ভালো ফল করেছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। এই জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৪টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ
সহিংসতা ও নানা অনিয়মের মধ্যে পাঁচ দফা পশ্চিমঙ্গের ৪২টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে। সবগুলো জরিপ সংস্থায় তৃণমূলকে এগিয়ে রেখেছে।

এবিপি নিউজ ও নিয়েলসন
জরিপে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস গতবারের থেকে মাত্র ৫টি আসন বাড়াতে সক্ষম হবে। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে ২৪টি, বামফ্রন্ট ১২টি, কংগ্রেস ৫টি এবং বিজেপি পাবে ১টি।

সিএনএন-আইবিএন
তৃণমূল ২৫-৩১টি আসন
বামফ্রন্ট ৭-১১টি আসন
কংগ্রেস ২-৪টি আসন
বিজেপি ১-৩টি আসন

টাইমস নাউ
তৃণমূল কংগ্রেস পেতে পারে ২০টি আসন
বামফ্রন্ট পেতে পারে ১৫টি আসন
কংগ্রেস পেতে পারে ৫টি আসন
বিজেপি পেতে পারে ২টি আসন

আজ তক-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল-২৪টি আসন
বামফ্রন্ট-১২টি আসন
কংগ্রেস-৫টি আসন
বিজেপি-১টি আসন

ইন্ডিয়া টিভির বুথফেরত সমীক্ষা অনুযায়ী-
তৃণমূল কংগ্রেস পেতে পারে-২৭টি আসন
বামফ্রন্ট পেতে পারে-৯টি আসন
কংগ্রেস পেতে পারে-৪টি আসন
বিজেপি পেতে পারে-২টি আসন

২০০৯ লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন। এছাড়া, বামফ্রন্ট ১৫, কংগ্রেস ৬, এসইউসিআই ১ এবং বিজেপি পেয়েছিল ১টি আসন।

এদিকে, কংগ্রেস এসব বুথফেরত সমীক্ষাকে আমল দেবে না বলে জানিয়েছে। এমনকি তাদের কেউ বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্কেও অংশ নেবেন না বলে জানিয়েছেন দলের মুখপাত্র শাকিল আহমেদ। তিনি জানিয়েছেন, গতবারের বুথফেরত সমীক্ষায় কংগ্রেসকে মাত্র ৬৮টি আসন দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কংগ্রেস এর থেকে অনেক বেশি আসন পেয়েছিল। এবারও তেমনই হবে বলে জানিয়েছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।

গতকাল ভারতে ৯ম ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। শেষ দফায় ভোটদানের নতুন রেকর্ড তৈরি হয়। এ পর্বে ৬৬.৩৮ শতাংশ ভোট পড়েছে।এর আগে ১৯৮৪-৮৫ সালের সর্বোচ্চ ৬৪.০১ শতাংশ ভোটের রেকর্ড হয়েছিল। আগামী ১৬ মে ১৬তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন