ইসরাইল বাজেট সংকট: সামরিক মহড়া বাতিল
ইসরাইল বাজেট সংকট: সামরিক মহড়া বাতিল
ইহুদিবাদী ইসরাইল বাজেট সংকটের কারণে একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া বাতিল করতে বাধ্য হয়েছে। এ মহড়া আগামী মাসে হওয়ার কথা ছিল।
'টানিং পয়েন্ট এইট' নামের এ মহড়া বাতিলের সিদ্ধান্ত নেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন এবং সেনা কমান্ডার বেনি গানতেজ । স্থানীয় সূত্রগুলো এ সিদ্ধান্তকে বাজেট ঘাটতির মুখে সামরিক মহড়া বন্ধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইহুদিবাদী সেনা কর্মকর্তা ইসরাইল রেডিওকে বলেন, সেনাবাহিনী কোনো মহড়া চালাবে না এবং আমরা কোনো হুমকি সৃষ্টি করছি না; এটিই বাস্তবতা ।
এর আগে গত ৭ মে ইয়ালোন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আর্থিক টানাপড়েনের মুখে ইসরাইলি সেনাবাহিনী মহড়ার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হবে।
এদিকে, টানাপড়নের অজুহাতে আর্থিক সহায়তা দেয়ার জন্য আমেরিকার ওপর চাপ বাড়িয়েছে ইসরাইল। তেল আবিবের সামরিক খাতে মার্কিন সহায়তা দেয়ার মেয়াদ ২০১৭ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এ মেয়াদ আরো বাড়ানোর জন্য এবার ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেল আবিব।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন