আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন পুতিনের ক্রিমিয়া সফরে ক্ষুব্ধ
আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন পুতিনের ক্রিমিয়া সফরে ক্ষুব্ধ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রিমিয়া সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে শুক্রবার ক্রিমিয়া সফর করেন পুতিন। গণভোটের ধারাবাহিকতায় ইউক্রেনের সাবেক এ প্রজাতন্ত্র রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পর এই প্রথম ক্রিমিয়া সফর করলেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দফতর পুতিনের এ সফরকে তার ভাষায় উস্কানিমূলক এবং অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে। এ ছাড়া, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, এ সফরের মাধ্যমে কেবল উত্তেজনা উস্কে দেয়া হয়েছে।
ইউক্রেনের পাশ্চাত্যপন্থী অন্তর্বর্তী সরকার একে ‘ইউক্রেনের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন’ হিসেবে দাবি করেছে।
ক্রিমিয়ায় সামরিক কুচকাওয়াজে পুতিনের উপস্থিতির নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টনের মুখপাত্র মাজা কোসিজানসিক।
ক্রিমিয়ার জনগণ রাশিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে একটি ‘ঐতিহাসিক বাস্তবতা’র প্রতি আনুগত্য দেখিয়েছে বলে সফরের সময় মন্তব্য করেছেন পুতিন।
এদিকে, পুতিনের ক্রিমিয়া সফরের সময় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মারিউপোল শহরে নিরাপত্তা বাহিনী ও রুশপন্থী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন