আজ সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে
আজ সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে
সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আজ (রোববার) থেকে শুরু হচ্ছে।
দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ চূড়ান্তভাবে নিবন্ধিত তিন প্রার্থী প্রচারণা শুরু করবেন। আদালতের মুখপাত্র মাজিদ খাদরা গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এর আগে, গত ৪ মে সিরিয়ার এ আদালত জানিয়েছিল, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মাহের আব্দেল হাফিজ হাজ্জার, হাসান আব্দুল্লাহ আন-নূরি এবং বাশার আল-আসাদের প্রার্থীতাকে চূড়ান্তভাবে বৈধ বলে অনুমোদন দেয়া হয়েছে।
এবার নির্বাচিত হলে প্রেসিডেন্ট আসাদ তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের প্রার্থী হাফিজ হাজ্জার আলেপ্পো থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আব্দুল্লাহ আন-নূরি রাজধানী দামেস্ক থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ দু জনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বাশার আল-আসাদকে।
সিরিয়ার নির্বাচনী নিয়ম অনুযায়ী- প্রত্যেক প্রেসিডেন্ট প্রার্থীর জন্য ২৫৪ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত ৩৫ জন সংসদ সদস্যের সমর্থন পাওয়া বাধ্যতামূলক। আগামী ৩ জুন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে। তবে, বিদেশে বসবাসরত সিরিয় নাগরিকদের ভোট নেয়া হবে ২৮ মে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন