নির্বাচন কমিশন রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল
নির্বাচন কমিশন রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিল
ভারতের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি ও আম আদমি পার্টির অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে আদর্শ নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ রাহুলকে শোকজ নোটিশ পাঠানোর একদিন পর আজ (শনিবার) প্রধান নির্বাচন কমিশনার ভিএস সম্পত জানান, সোনিয়াপুত্র কোনো নির্বাচনি বিধি লঙ্ঘন করেননি। পরে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাহুল গান্ধী আমেথির বুথে একটি একটি খারাপ ইভিএমের পরীক্ষা করছিলেন।’
বুধবার ৭ ধাপের লোকসভা নির্বাচন চলার সময় আমেথির একটি কেন্দ্রে পর্দা দিয়ে ঘেরা কক্ষে ইভিএম মেশিন পর্যবেক্ষণ করেন রাহুল। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় ইভিএম মেশিনে রাহুলের উঁকিঝুঁকি মারার ছবি ধরা পড়ে। নিয়ম অনুযায়ী ভোটার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার ছাড়া ইভিএম মেশিনের এত কাছে যাওয়ার অধিকার কারোর নেই।
পরে, আম আদমি পার্টির পক্ষ থেকে রাহুল গান্ধীর ছবি টুইটারে প্রকাশ হলে হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে আপ ও বিজেপি। ওই দিনই প্রধান নির্বাচন কমিশনার ভিএস সম্পত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।
এদিকে, নির্বাচন বিধি লংঘনের অভিযোগে গতকাল রাহুল গান্ধীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ মে বেলা ১১টার মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ১ মে হিমাচল প্রদেশের সোলানে এক জনসভায় রাহুল বলেছিলেন, "বিজেপি এখানে ক্ষমতায় এলে ২২ হাজার মানুষ প্রাণ হারাবেন। কারণ ওরা হিংসা ছড়ায়।"
তার এই মন্তব্যের পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি। রাহুলের বক্তব্যের সিডিও কমিশনে জমা দেয় তারা। বিষয়টি খতিয়ে দেখে কমিশনের পক্ষ থেকে জানানো হয় রাহুল গান্ধী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে একজন প্রার্থী এ ধরনের মন্তব্য করতে পারেন না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন