ইন্টার্নরা সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢামেকে চিকিৎসাসেবা বন্ধ করল
ইন্টার্নরা সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢামেকে চিকিৎসাসেবা বন্ধ করল
রাজধানীর চানঁখারপুলে দুর্বৃত্তদের হাতে মার খেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছে ইর্ন্টান ডাক্তাররা।
ঢামেক সূত্রে জানা গেছে, প্রায় দেড়শতাধিক ইন্টার্ন চিকিৎসক শনিবার দিনগত রাত ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত প্রথমে জরুরি বিভাগে তালা এবং পরে মেইন গেটে তালা মেরে সহকর্মীদের মারধর করার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।এসময় তারা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের পদত্যাগও দাবি করেন।
রাত পৌনে একটার দিকে পরিচালক মোস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে মেইন গেটের তালা খুলে দিয়ে জরুরি বিভাগের চিকিৎসা সেবা চালু হয়। তবে আজ (রোববার) সকাল থেকে আবারও জরুরি বিভাগে সেবা বন্ধ করে দিয়েছে ইর্ন্টান চিকিৎসকেরা।
এ ব্যাপারে ঢামেক জরুরি বিভাগের টিকিট বিক্রেতা মো. মুনির হোসেন বলেন, ইন্টার্ন চিকিৎসকরা হুমকি দেয়ায় রাত থেকে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা আমাকে বলেছেন টিকিট বিক্রি করা যাবে না। কোনো রোগীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হবে না।
প্রসঙ্গত শনিবার রাত ৯ টার পরে পুরান ঢাকার চাঁনখারপুল মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকসহ ৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন। সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে চিকিৎসাসেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে রোগী এবং তাদের স্বজনরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন