বিজয় উদযাপন করছে সিরিয় সরকার

বিজয় উদযাপন করছে সিরিয় সরকার


চুক্তির পর সরকারি সেনারা ঢুকছে হোমস শহরে
সিরিয়ার প্রাচীন হোমস শহর ছেড়ে চলে গেছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের শেষ দলটিও। এ ঘটনাকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের জন্য বড় বিজয় বলে মনে করা হচ্ছে।

বিদ্রোহী মুক্ত করার পর শনিবার সকালে সরকার বিজয় উদযাপন শুরু করেছে। এছাড়া, শহর ছেড়ে চলে যাওয়া সাধারণ নাগরিকরাও ফিরতে শুরু করেছে।

গতকাল বিদ্রোহীদের চলে যাওয়া শেষ হয়। হোমস শহরকে বিদ্রোহীরা একসময় তাদের কথিত ‘বিপ্লবের রাজধানী’ বলে মনে করত।

সরকারি সেনারা শহর থেকে সব ধরনের বিস্ফোরক পরিষ্কারের কাজও শেষ করেছে। গত দু বছর এ শহর ছিল সরকারি সেনা ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রায় প্রতিদিনের যুদ্ধক্ষেত্র। ফলে শহরটি ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। ফিরে আসা অনেকেই তাদের ফেলে যাওয়া প্রিয় ঘর-বাড়ির ধ্বংসাবশেষ দেখে চোখের পানি ফেলেছেন।

হোমস প্রদেশের গভর্নর তালাল বারাজি বিদ্রোহীদের শহর ছেড়ে চলে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। কিছুদিন আগে সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটি সমঝোতা চুক্তির পর বিদ্রোহীরা শহরটি ছেড়ে চলে গেল। তবে, তাদেরকে নিরাপদ প্রস্থানের গ্যারান্টি দিতে হয়েছে সরকারকে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন