মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা যদি ইউক্রেনের নির্বাচনে বাধা পড়ে

ইউক্রেনের আসন্ন নির্বাচনে বাধা দিলে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি ও ফ্রান্স। আগামী ২৫ মে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা যদি ইউক্রেনের নির্বাচনে বাধা পড়ে
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল (ডানে) এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ
ইউক্রেনের আসন্ন নির্বাচনে বাধা দিলে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি ও ফ্রান্স। আগামী ২৫ মে ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আজ (শনিবার) এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন। ইউক্রেনকে আরো অস্থিতিশীল করা হবে বলেও তারা আশংকা প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা বলেছেন, পূর্ব ইউক্রেনে আগামীকাল স্থানীয়ভাবে যে গণভোট হতে যাচ্ছে তা অবৈধ।

ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা দৃশ্যমানভাবে সরিয়ে নিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন এ দুই নেতা। জার্মানিতে এক বৈঠকের পর তারা এ বিবৃতি দিয়েছেন। বিবৃতির পর ধারণা করা হচ্ছে- ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার ওপর সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ন্যাটোর হিসাব মতে- রাশিয়ার প্রায় ৪০ হাজার সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে। তবে, রাশিয়া বলছে- এসব সেনা সরিয়ে আনা হয়েছে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন