ইরানের হরমুজ প্রণালি এলাকায় ড্রোন মোতায়েন
ইরানের হরমুজ প্রণালি এলাকায় ড্রোন মোতায়েন
পারস্য উপসাগরের হরমুজ প্রণালি এলাকায় ড্রোন মোতায়েন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কৌশলগত এই এলাকার পূর্ব, পশ্চিম এবং উত্তরের ঘাঁটিগুলোতে ড্রোন মোতায়েন করা হয়েছে। এসব ড্রোন নিয়মিতভাবে তাদের মিশন পরিচালনা করছে বলেও জানান তিনি।
অ্যাডমিরাল ফাদাভি বলেন, হরমুজ প্রণালি এলাকায় মোতায়েন ড্রোনগুলো গোয়েন্দা নজরদারি ও টহলের কাজ করছে পাশাপাশি কিছু অভিযানও পরিচালনা করছে। তবে, কি ধরনের অভিযান চালাচ্ছে এসব ড্রোন তা তিনি স্পষ্ট করেন নি।
ইরানের এ শীর্ষ পর্যায়ের কমান্ডার জানান, উপকূলীয় এলাকার ঘাঁটিতে যেসব ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে সেই একই ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে এসব ড্রোনে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক খাতে বড় রকমের অগ্রগতি এবং এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে, তার এ সামরিক শক্তি প্রতিবেশি কোনো দেশের জন্য হুমকির কারণ হবে না বরং এ শক্তি বিশ্বের জন্য শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন