ওয়াশিংটন সফররত সিরিয়ার বিদ্রোহী নেতা আরো মার্কিন অস্ত্র চাইলেন
ওয়াশিংটন সফররত সিরিয়ার বিদ্রোহী নেতা আরো মার্কিন অস্ত্র চাইলেন
ওয়াশিংটন সফরে পদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্রোহী নেতা জাবরা
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র নেতা তার গোষ্ঠীর জন্য আরো মার্কিন অস্ত্র দাবি করেছেন। আমেরিকা সফররত আহমান জাবরা বুধবার ওয়াশিংটনে বলেছেন, সিরিয়ার লড়াইয়ের পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে তাদের আরো ‘কার্যকর’ অস্ত্র প্রয়োজন।
ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে দেয়া বক্তৃতায় জাবরা দাবি করেন, তাদের কাছে কার্যকর অস্ত্র পৌঁছে গেলে রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের খুলে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন জাবরা। এর আগে তিনি বলেছিলেন, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা আমেরিকার ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ইউএস টো’ হাতে পেয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী যখন বিদ্রোহীদের হাত থেকে একের পর এক শহর পুনর্দখল করছে তখন নতুন করে অস্ত্রসাহায্য চাইলেন এসএনসি নেতা। বুধবার সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক অস্ত্রবিরতির আওতায় নিজেদের এক সময়কার রাজধানী হিসেবে পরিচিত হোমস শহর ত্যাগ করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার সরকারের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ৭০ জন সরকারি সেনাকেও মুক্তি দিয়েছে বিদ্রোহীরা। ওয়াশিংটনে জাবরা একথা স্বীকার করতে বাধ্য হন যে, হোমস ছিল তাদের জন্য ‘বিজয়ের একটি প্রতীক’ যা হাতছাড়া হয়ে গেল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন