সিরিয়া জাতীয় সংহতি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ
সিরিয়া জাতীয় সংহতি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, দেশের চলমান সহিংসতা বন্ধ করে জাতীয় সংহতি ফিরিয়ে আনতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রাজধানী দামেস্কের আশপাশের অঞ্চলের গোত্র নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি গতকাল (বুধবার) এ কথা বলেছেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার জনগণ সম্পূর্ণভাবে এ সমস্যার সমাধান বের করতে সক্ষম।
তিনি জোর দিয়ে বলেন, দেশের যেকোনো ধরনের সংহতি প্রচেষ্টায় বিদেশিদের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। নানা বাধা সত্ত্বেও সিরিয়য়ার বিশিষ্টজনেরা জাতীয় সংহতি ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা চালাচ্ছেন তাকে তিনি প্রশংসা করেন।
এ সময় গোত্র-নেতারা সিরিয়ার সহিংসতা বন্ধে সংহতি প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গত তিন বছরে ধরে সিরিয়ায় রাজনৈতিক সহিংসতা ও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নাশকতা চলছে। এর মধ্যেই আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম নিবন্ধন করেছেন। তবে, দেশটির সাংবিধানিক আদালত এ পর্যন্ত আসাদসহ তিন ব্যক্তির প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন