এস্তোনিয়ায় ন্যাটোর মহড়া শুরু
এস্তোনিয়ায় ন্যাটোর মহড়া শুরু
রাশিয়ার প্রতিবেশী দেশ এস্তোনিয়ায় সামরিক মহড়া শুরু করেছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো।
ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যখন চরম টানাপড়েন চলছে তখন মস্কোর দোরগোড়ায় ন্যাটো এ সামরিক মহড়া শুরু করল। এবারের মহড়ায় রেকর্ড সংখ্যক ৬,০০০ সেনা অংশ নিচ্ছে।
চলমান বার্ষিক মহড়ার নাম দেয়া হয়েছে ‘স্প্রিং স্ট্রর্ম’ বা ‘বসন্তের ঝড়’। ২০০৩ সাল থেকে এস্তোনিয়ায় প্রতিবছর ন্যাটো এ ধরনের সামরিক মহড়া চালিয়ে আসছে। তবে এবার রুশ সীমান্তবর্তী কাউন্টিসহ মোট পাঁচটি কাউন্টিতে মহড়া চালানো হবে।
এদিকে, ইউরোপে নিযুক্ত ন্যাটোর শীর্ষ কমান্ডার এবং মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল ফিলিপ ব্রিডলভ্স ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকার সমালোচনা করে বলেছেন, মস্কোর এ অবস্থানের কারণে ন্যাটোভুক্ত দেশগুলোর সামরিক ব্যয় বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
গতকাল কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সঙ্গে রাজধানী অটোয়ায় সংক্ষিপ্ত সাক্ষাতের পর ব্রিডলভ্স এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি না রুশ সেনারা ইউক্রেনের সীমানা পার হবে।” ইউক্রেন সংকটের জন্য তিনি মস্কোকে দায়ী করে বলেন, “আমি নিশ্চিত পূর্ব ইউক্রেনে রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্যরা সক্রিয় রয়েছে।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন