৭৫ শতাংশ রুশ ইউক্রেন ইস্যুতে পুতিনের প্রতি সমর্থন দিচ্ছে
৭৫ শতাংশ রুশ ইউক্রেন ইস্যুতে পুতিনের প্রতি সমর্থন দিচ্ছে
রাশিয়ার ৭৫ শতাংশ মানুষ ইউক্রেন ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন দিচ্ছে। গণভোটের ভিত্তিতে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের সঙ্গে একীভূত করার পর পুতিনের জনসমর্থন ব্যাপকভাবে বেড়ে গেছে।
রাশিয়ার বেসরকারি জনমত জরিপ সংস্থা লেভান্ডা সেন্টার পরিচালিত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশ নিয়েছেন এক হাজার ছয়শ’ ব্যক্তি। এরমধ্যে ৭৬ শতাংশই পুতিনকে সমর্থন দিচ্ছেন। তারা বলছেন- ইউক্রেন ইস্যুতে সৃষ্ট পরিস্থিতিতে পুতিনের ভূমিকা সঠিক।
তবে ১৭ শতাংশ রুশ নাগরিক পুতিনের পদক্ষেপে সন্তুষ্ট নয়। বাকী ৭ শতাংশ ব্যক্তি বলেছেন, ইউক্রেন ইস্যুতে তাদের কোন ধারণাই নেই। ১৬ মার্চের গণভোটের মধ্যদিয়ে ক্রিমিয়া রুশ ফেডারেশনে যোগ দিয়েছে। এরপর থেকেই আমেরিকাসহ গোটা পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার টানাপড়েন শুরু হয়েছে। রুশ জনগণ বলছে, পরিস্থিতি সামাল দিতে ভ্লাদিমির পুতিন সঠিক পথে এগোচ্ছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন