ইরান সিরিয়া সংকট সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত
ইরান সিরিয়া সংকট সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত
সিরিয়ায় চলমান বিদেশি মদদপুষ্ট সংকট সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম আজ (মঙ্গলবার) নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন। তিনি বলেন, “সিরিয়ার সংকট সমাধানে সহযোগিতা করার মতো সক্ষমতা আমাদের রয়েছে এবং আমরা আগেই বলেছি যে, যেসব বিষয় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো সমাধানে আমরা প্রস্তুত রয়েছি।”
শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সিরিয়ার দ্বন্দ্ব নিরসনের উদ্যোগের প্রতি সব পক্ষকে সমর্থন দেয়ারও আহ্বান জানান ইরানের এ মুখপাত্র।
২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় রাজনৈতিক সহিংসতা শুরু হয় এবং পরে তা সামরিক সংঘাতে রূপ নিয়েছে। এ কাজে বিদ্রোহীদের মদদ দিয়ে আসছে প্রতিবেশী সৌদি আরব, তুরস্ক, কাতার এবং আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ। এ পর্যন্ত সহিংসতায় প্রায় দেড় লাখ মানুষ মারা গেছে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে এসব দেশকে বার বার সতর্ক করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন