পো তোই দ্বীপের কাছে কার্গো জাহাজ ডুবে ১১ ক্রু নিখোঁজ; অনুসন্ধান চলছে
পো তোই দ্বীপের কাছে কার্গো জাহাজ ডুবে ১১ ক্রু নিখোঁজ; অনুসন্ধান চলছে
ডুবে যাওয়া জাহাজের একাংশ (নীচে)
হংকংয়ের দক্ষিণ উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে গিয়ে কমপক্ষে ১১ ক্রু নিখোঁজ হয়েছে। আজ (সোমবার) সকালে পো তোই দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। দু’টি মালবাহী জাহাজের সংঘর্ষে একটি ডুবে গিয়ে এসব ক্রু নিখোঁজ হয়।
এরইমধ্যে নিখোঁজ ক্রুদের উদ্ধারে চীন ও হংকং থেকে চারটি হেলিকপ্টার ও ২০টি নৌযান নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস বিভাগের এক মুখপাত্র জানান, হংকং পানি সীমার দক্ষিণে পো তোই দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। জাহাজে ১২ ব্যক্তি ছিলেন এবং এর মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হংকং বিশ্বের সবচেয়ে ব্যস্ত বন্দরগুলোর একটি। এ বন্দরের নিরাপত্তা ব্যবস্থার রেকর্ড খুবই ভালো। প্রতিদিন শতাধিক জাহাজ এ বন্দরে ভিড়ে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন