ইসরাইল অনশন ধর্মঘটকারী ফিলিস্তিনি বন্দিদের হত্যার হুমকি দিল
ইসরাইল অনশন ধর্মঘটকারী ফিলিস্তিনি বন্দিদের হত্যার হুমকি দিল
ইসরাইলের জেলখানায় আটক ফিলিস্তিনি বন্দিদের অনশন ধর্মঘট বন্ধ করতে বাধ্য করার জন্য তাদের হত্যার হুমকি দিয়েছে ইহুদিবাদী সেনারা।
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরের বন্দি বিষয়ক সংস্থার প্রধান রাআ’দ আবু আল হোমস জানিয়েছেন, নেকাব জেলখানায় আটক ৮০জন বন্দি ফিলিস্তিনি কারগাারের দুঃসহ পরিবেশ ও বিভিন্ন ধরণের সীমাবদ্ধতা আরোপের প্রতিবাদে ১১ দিন আগে অনশন ধর্মঘট শুরু করেন। নানা প্রক্রিয়ায় তাদের অনশন ভাঙাতে ব্যর্থ হওয়ার পর ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাদেরকে হত্যার এ হুমকি দিল। তিনি আরো জানিয়েছেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারজন বন্দিকে নির্জন সেলে স্থানান্তর করেছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, ইসরাইলের বিভিন্ন কারাগারে পাঁচ হাজারের বেশী ফিলিস্তিনি আটক রয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন