ইউক্রেনঅভিযানের মাধ্যমে জেনেভা চুক্তির প্রতি চূড়ান্ত আঘাত হেনেছে
ইউক্রেনঅভিযানের মাধ্যমে জেনেভা চুক্তির প্রতি চূড়ান্ত আঘাত হেনেছে
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ইউক্রেন সরকার দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেনেভা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, স্লাভিয়ান্স্ক শহরে অভিযান চালিয়ে ওই চুক্তির প্রতি চূড়ান্ত আঘাত করা হয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের চলমান সংঘাতের শান্তিপূর্ণ সুরাহার জন্য যখন রাশিয়া চেষ্টা চালাচ্ছে তখন বিমান বাহিনী দিয়ে অভিযান চালানোর মাধ্যমে জেনেভা চুক্তি বাস্তবায়নের শেষ আশাকে নস্যাৎ করে দেয়া হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ান্স্ক শহরে রুশপন্থীদের বিরুদ্ধে এ অভিযান শুরু করেছে কিয়েভ। এ ঘটনায় ইউক্রেন সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশপন্থী অস্ত্রধারীরা ইউক্রেনের দু’টি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করলে পাইলটসহ দু’জন প্রাণ হারায়। অভিযানে রুশপন্থী অস্ত্রধারীদের নয়টি চেক পয়েন্ট দখলের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
কিন্তু স্লাভিয়ান্স্ক শহরের রুশপন্থী অস্ত্রধারীরা কিয়েভের এ দাবি নাকচ করে দিয়েছে। তারা বলেছে, এখনো শহরটির সবগুলো চেকপয়ে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন