রুশপন্থী অস্ত্রধারীরা ইউরোপীয় সব সামরিক পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে
রুশপন্থী অস্ত্রধারীরা ইউরোপীয় সব সামরিক পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে
সম্প্রতি আটক অবস্থায় পর্যবেক্ষকদের সংবাদ সম্মেলনে হাজির করা হয়
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের হাতে আটক ইউরোপীয় সামরিক পর্যবেক্ষকদের সবাইকে মুক্তি দেয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ দূত ভ্লাদিমির লুকিনের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। তিনি বলেছেন, তার তালিকায় যে ১২ জনের নাম ছিল তাদের সবাইকে মুক্তি দেয়া হয়েছে।
এর আগে স্লাভিয়ান্স্ক শহরের স্বঘোষিত রুশপন্থী মেয়র ভিয়াচেস্লাভ পোনোমারিয়োভ আজ (শনিবার) সকালে বলেছিলেন, গত ২৫ এপ্রিল আটক করা সব সামরিক পর্যবেক্ষককে তিনি মুক্তি দিতে ইচ্ছুক।
আটক এ দলে একজন জার্মান অনুবাদক, ইউক্রেনের পাঁচ সেনা এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই’র সাত সদস্য ছিলেন। এর আগে অবশ্য স্বাস্থ্যগত কারণে এক পর্যবেক্ষককে মুক্তি দেয়া হয়েছিল। ইউক্রেনের পূর্বাঞ্চলে যখন দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে তখন এ সব ব্যক্তিকে মুক্তি দেয়া হলো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন