জাতিসংঘ: রোহিঙ্গা মুসলমানদেরকে দ্রুত নাগরিকত্ব দিন
জাতিসংঘ: রোহিঙ্গা মুসলমানদেরকে দ্রুত নাগরিকত্ব দিন
বিজয় নামবিয়ার
রোহিঙ্গা মুসলমানদেরকে দ্রুত মিয়ানমারের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার এ আহ্বান জানিয়েছেন।
তিনি রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব না দেয়া পর্যন্ত তাদের নিরাপত্তা হুমকিগ্রস্ত থাকবে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করে তাদেরকে বৈধ নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকার করছে।
নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল পিস ইন্সটিটিউটে দেয়া ভাষণে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়ে নামবিয়ার বলেন, এ কাজে ব্যর্থ হলে মিয়ানমারের আন্তর্জাতিক ভাবমর্যাদা নিশ্চিতভাবেই ক্ষুণ্ণ হবে।
এর আগে দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান, তাদেরকে অস্থায়ী পরিচয়পত্র দেয়া, তাদের জন্ম নিবন্ধন করা এবং অবাধে চলাচলের অনুমতি দেয়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল মিয়ানমার সরকার। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে এখনো রোহিঙ্গা মুসলমানদের সংকট নিরসন হয়নি বলে জানান জাতিসংঘের এ কর্মকর্তা।
রোহিঙ্গা মুসলমানরা গত প্রায় ৮০০ বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছেন। কাজেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারো নেই। কিন্তু এসব মুসলমানকে সব ধরণের নাগরিক-অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে বছরের পর বছর ধরে। শুধু তাই নয়, মিয়ানমারের সেনা সমর্থিত সরকার ওই দেশ থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।#
রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন