সিরিয় বাহিনীর হোমসে আরো সাফল্য
সিরিয় বাহিনীর হোমসে আরো সাফল্য
হোমস শহরে সেনাবাহিনীর অগ্রাভিযান
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে আরো সফলতা পেয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
গতকাল অভিযানের সময় সেনাবাহিনী তিনটি বিস্ফোরণ প্রচেষ্টা নিষ্ক্রিয় করে দিয়েছে। এসব বিস্ফোরণে ২০ থেকে ৪০ কেজি বিস্ফোরক ব্যবহার করছিল বিদ্রোহীরা। এর আগে, সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীরা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। পরে বহু বিদ্রোহী হোমস শহর ছেড়ে চলে যায়।
এদিকে, রাজধানী দামেস্কের কাছে আল-দিমেইর বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখনো সরকারি সেনাদের হাতে রয়েছে। আগে বিদ্রোহীরা এ বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছিল। ইরানের প্রেস টিভির ফুটেজে দেখা যায়-বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে এবং সেনাবাহিনী সেখানকার নিরাপত্তা দিচ্ছে।
ওদিকে, গত কয়েকদিনে সিরিয়ার সরকারি সেনাদের কাছে প্রচণ্ড মার খাওয়ার পর আমেরিকার কাছে অত্যাধুনিক অস্ত্র চাইতে যাচ্ছে বিদ্রোহীরা। এজন্য সিরিয়ার কথিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র নেতা আহমেদ জারবা আগামী বুধবার থেকে আট দিনের জন্য আমেরিকা সফর করবেন। তার সঙ্গে এসএনসি’র নতুন সেনা কমান্ডার আব্দুল্লাহ আল-বাশিরও থাকবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন