আন্তঃমহাদেশীয় পরমাণু-ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা
আন্তঃমহাদেশীয় পরমাণু-ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা
উত্তর কোরিয়া সম্প্রতি আমেরিকায় আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে।
মার্কিন ওয়ার্ল্ড বুলেটিন শুক্রবার এ তথ্য দিয়েছে।
উত্তর কোরিয়া গত মার্চের শেষের দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকেও কেএন-০৮ মডেলের এ জাতীয় একটি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে। থিংক ট্যাংক-৩৮ নর্থ জানিয়েছে, উত্তর কোরিয়ার এইসব ক্ষেপণাস্ত্র দশ হাজারে কিলোমিটারের চেয়েও বেশি দূরে আঘাত হানতে সক্ষম।
এইসব ইঞ্জিনের পরীক্ষার পর পিয়ংইয়ং অন্তত: একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে বলে ওই সূত্র অনুমান করছে।
বাণিজ্যিক উপগ্রহের ছবিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির পর্বগুলো ধরা পড়েছে বলে ওই সূত্রের প্রতিবেদনে বলা হয়েছে।
দক্ষিণ কোরিয়া এই খবরকে নিশ্চিত বলে উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে দেশটি পিয়ংইয়ং-এর পক্ষ থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্যোগকে উড়িয়ে দেয়া যায় না বলে উল্লেখ করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন