মস্কো ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের ওপর নিয়ন্ত্রণ নেই
মস্কো ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের ওপর নিয়ন্ত্রণ নেই
ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী অস্ত্রধারীদের ওপর মস্কোর আর নিয়ন্ত্রণ নেই বলে ঘোষণা করেছে ক্রেমলিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (শনিবার) এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, এখন থেকে এ সব ব্যক্তির ওপর রাশিয়ার আর কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, তাদের জীবনের ওপর যখন সরাসরি হুমকি বিরাজ করছে তখন তাদেরকে অস্ত্র সমর্পন করতে রাজি করানো অসম্ভব হয়ে উঠেছে। এ ছাড়া ইউক্রেনে কোনো নির্বাচনের আয়োজনের কথা বলাটাও এখন অবাস্তব বিষয় হয়ে উঠেছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার ব্যাপারে রাশিয়ার করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে পেসকভ বলেন, এ প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই; কারণ ওখানে যা ঘটছে তা ক্রেমলিনের জন্য একেবারে নতুন একটি বিষয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন