বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের মেয়র আহত
বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের মেয়র আহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র গেন্নাদি কেরনেস বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বার্তা সংস্থাগুলোর খবরে বলা হচ্ছে- কেরনেস জগিংয়ের জন্য বের হলে বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পিঠে একটি গুলি লাগে। তাকে এরইমধ্যে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে এবং ডাক্তাররা তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
পূর্ব ইউক্রেনের কোস্তিয়ান্তিনিভকা শহরের রুশপন্থীরা একটি সরকার ভবন দখল করে নেয়ার দিনই এ ঘটনা ঘটলো। কেরনেস ছিলেন ইউক্রেনের সাবেক রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়োনুকোভিচের সমর্থক। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর কেরনেস সে সমর্থন তুলে নেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন