সিরিয়ার বিদ্রোহীদের গোপন অস্ত্র ভাণ্ডার ও কারখানা উদ্ধার
সিরিয়ার বিদ্রোহীদের গোপন অস্ত্র ভাণ্ডার ও কারখানা উদ্ধার
সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত আল-কালামুন অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সেখানে বিদেশি মদদপুষ্ট তাকফিরি বিদ্রোহীদের গোপন অস্ত্র ভাণ্ডার ও কারখানা খুঁজে পেয়েছে।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, রাজধানী দামেস্কের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ এ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বিদ্রোহীদের অনেক গোপন অস্ত্র ভাণ্ডার খুঁজে পেয়েছে সিরিয় সেনাবাহিনী। এসব গোপন আস্তানায় বিস্ফোরক, মর্টার এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ পাওয়া গেছে। এ ছাড়া, মর্টার শেল তৈরির জন্য ব্যবহৃত কয়েকটি কারখানারও খোঁজ পেয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
বিদ্রোহীদের ব্যবহৃত ভারি যন্ত্রপাতি ও শেল তৈরির ছাঁচ দেখিয়ে এক সিরিয় সেনা কর্মকর্তা প্রেস টিভিকে বলেছেন, বিভিন্ন পাল্লার মর্টার শেল তৈরিতে এ সব ছাঁচ ব্যবহৃত হতো। বালু ও লোহার গুঁড়া দিয়ে এ সব শেল তৈরি হতো বলে তিনি জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন