চলতি বছরে ইরান আরো ৪টি পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপন করবে
চলতি বছরে ইরান আরো ৪টি পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপন করবে
ইরান চলতি ফার্সি বছরে আরো চারটি পেট্রোকেমিক্যাল শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। গত ২১ মার্চ থেকে নতুন ফার্সি বছর শুরু হয়েছে।
ইরানের পেট্রোকেমিক্যাল বিষয়ক উপ-তেলমন্ত্রী আব্বাস শেরি মোকাদ্দাম বলেছেন, ইরানের জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানির (এনপিসি) সর্বোচ্চ অগ্রাধিকার হলো পুরনো উন্নয়ন প্রকল্পগুলো শেষ ও নতুন নতুন স্থাপনা নির্মাণ করা। কাজেই এ চার শিল্প কারখানা স্থাপনের কাজ চলতি ফার্সি বছরে শুরু করা হবে বলে জানান তিনি।
মোকাদ্দাম আরো বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরের কাভিয়ান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং লোরেস্তান, কুর্দিস্তান ও মাহাবাদের পেট্রোকেমিক্যাল শিল্প কারখানা নির্মাণের কাজ চলতি ফার্সি বছরে শেষ করা হবে। এদিকে, ইরান চলতি ফার্সি বছরে ১,২০০ কোটি ডলারের পেট্রোকেমিক্যাল পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন