শত্রু কখনোই ইরানের জবাব ভুলতে পারবে না
শত্রু কখনোই ইরানের জবাব ভুলতে পারবে না
ইরানের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সত্যিকার হুমকির বিরুদ্ধে দেশটি যে জবাব দেবে শত্রুর পক্ষে তা কখনোই ভুলে যাওয়া সম্ভব হবে না। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)র প্রতিষ্ঠা বার্ষিকীর আগে দেয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এতে আরো বলা হয়েছে, সত্যিকার বিপদ ও হুমকির মুখে শত্রুর পাশাপাশি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যড়যন্ত্রকারীদেরকে এদেশের সশস্ত্র বাহিনী বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনী এমন শিক্ষা দেবে যে তাদের পক্ষে তা কখনোই ভুলে যাওয়া সম্ভব হবে না।
এ বিবৃতিতে আইআরজিসিকে বৈপ্লবিক ও জনপ্রিয় সংস্থা হিসেবে তুলে ধরে আরো বলা হয়েছে, বলদর্পী শক্তির বিরুদ্ধে ইরানি জনগণের ব্যাপক প্রতিরোধ ও প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে আইআরজিসি।
বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইরানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হওয়ায় এসব ষড়যন্ত্রের মুখে আইআরজিসি বিজয়ী হয়েছে। বিবৃতিতে ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, বিপ্লবী ও জাতীয় মূল্যবোধ রক্ষায় আইআরসিজি’র বর্তমান ভূমিকাও তুলে ধরা হয়। এ ভূমিকার মধ্য দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা ভীত, হতচকিত এবং অচলাবস্থার মুখে পড়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন