উত্তর কোরিয়ার হুঁশিয়ারি: এশিয়ায় ওবামার আসন্ন সফর বিপজ্জনক
উত্তর কোরিয়ার হুঁশিয়ারি: এশিয়ায় ওবামার আসন্ন সফর বিপজ্জনক
উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফর এশিয়ায় সামরিক উত্তেজনা বাড়াবে। ওবামার এ সফরকে বিপজ্জনক বলেও উল্লেখ করেছে পিয়ংইয়ং।
আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ওবামা জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। জাপান ও দক্ষিণ কোরিয়া হচ্ছে এশিয়ায় আমেরিকার প্রধান মিত্রদেশ এবং পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার মতোই এ দু’টি দেশ বৈরী নীতি অনুসরণ করে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওবামার সফরকে প্রতিক্রিয়াশীল এবং বিপজ্জনক উল্লেখ করে বলেছেন, শুধুমাত্র সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য ওবামা এশিয়া সফরে আসছেন। তার এ সফরের কারণে পরমাণু প্রতিযোগিতা বাড়তে পারে। মুখপাত্র আরো বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফরের মতো ওবামাও এশিয়ায় তাদের সামরিক উপস্থিতির বৈধতা এবং উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে দানবীয় কর্মসূচি হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন